• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

`আমরা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির উৎস অনুসন্ধানে আগ্রহী`     

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২  

`আমরা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির উৎস অনুসন্ধানে আগ্রহী'         
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশে দূষণমুক্ত ও নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন সুযোগ-সুবিধা অন্বেষণ করতে খুব আগ্রহী এবং ওয়াশিংটন ডিসি এ বিষয়ে তাদের সহায়তা দিচ্ছে।

রাষ্ট্রদূত নারায়ণগঞ্জ জেলায় নির্মাণাধীন সামিট মেঘনাঘাট-২ পাওয়ার প্ল্যান্ট ও সামিট বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, মার্কিন কোম্পানিগুলো এখানে শুধু বিদ্যুৎ উৎপাদন বা গ্যাসক্ষেত্র অনুসন্ধানের মতো প্রচলিত জ্বালানির ক্ষেত্রেই জোর দিচ্ছে না, বরং নবায়নযোগ্য জ্বালানির উৎস অনুসন্ধানও করছে।

এছাড়া ‘আমেরিকান কোম্পানিগুলো গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আগ্রহী’ উল্লেখ করে দূত বলেন, আমেরিকান কোম্পানিগুলো সম্ভাবনা খুঁজে দেখছে এবং কি উপাত্ত ও সুযোগ রয়েছে তারা তা খতিয়ে দেখছে। আমি যথেষ্ট আস্থাবান যে, কেউ যদি বিবেচনা করে সেখানে লাভজনক হওয়ার জন্য যথেষ্ট গ্যাস মজুদ আছে,।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশি কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্ব করতে আগ্রহী বলেও জানান রাষ্ট্রদূত।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –